দিন দিন যেভাবে রান্নার গ্যাসের দাম বেড়ে যাচ্ছে তাতে সাধারণ গরিব লোকের পক্ষ্যে খুবই অসুবিধা । আর আপনার কাছে যদি রান্না করার অন্য কোনো উপায় না থাকে তাহলে তো গ্যাস সিলিন্ডার নিতেই হবে, সিলিন্ডার সিঙ্গেল হউক বা ডবল। আপনি যদি সিঙ্গেল সিলিন্ডার নিয়ে থাকেন এবং বুঝতে পারছেন না সিলিন্ডারটি ভর্তি আছে না খালি হয়ে গেছে তাহলে তো আপনার পক্ষ্যে খুবই অসুবিধে জনক। যাদের ডবল সিলিন্ডার আছে তারা যদি সময় মতো সিলিন্ডারটি ভরে নেয় তাহলে তাদের অসুবিধা হবে না অর্থাৎ যাদের ডবল সিলিন্ডার নাই শুধুমাত্র তাদেরই অসুবিধা হতে পারে কেননা আপনি হয়তো জানতে পারছেন না যে আর কতটা "গ্যাস" সিলিন্ডার এ আছে নাকি খালি হয়ে গেছে। তাই, গ্যাস খালি হয়ে গেছে না ভর্তি আছে কিভাবে জানবো সেটাই নিচে আলোচনা করা হল।
প্রথমে গ্যাস সিলিন্ডারটিকে পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে।
তারপর একটা ভেজা কাপড় দিয়ে সিলিন্ডারটির চারদিকে মুছে নিতে হবে। মনে রাখবেন কাপড়টি যেন ভেজা হয়।
ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নেওয়ার পর একটু পরে দেখবেন যে সিলিন্ডারটি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গা শুকোতে দেরি হচ্ছে। সিলিন্ডারটির যে জায়গাটি তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে আপনাকে বুঝতে হবে যে সেখানে অবধি গ্যাস খালি হয়ে গেছে।
আর সিলিন্ডারটির যে জায়গাটি শুকোতে দেরি হচ্ছে অর্থাৎ ভেজা ভেজা আছে আপনাকে বুঝতে হবে যে সেই ভেজা জায়গা অবধি গ্যাস ভরা আছে।
সুতরাং আপনি নিজেই এই প্দ্ধতি প্রয়োগ করে জানতে পারবেন সিলিন্ডারটি ভর্তি আছে না খালি হয়ে গেছে।
আরও জানুন
আলিপুরদুয়ার বিবেকানন্দ কলেজের ভর্তির নিয়মাবলী 2021- 2022
Students ক্রেডিট কার্ড কি ? কিভাবে Apply করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে ?
উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২১। West Bengal Council of Higher Secondary Education Results 2021
কিভাবে আপনার মোবাইল থেকে একটি নতুন Gmail অ্যাকাউন্ট খুলবেন ?
গ্যাস সিলিন্ডারে গ্যাস আছে কি নাই কি করে বুঝবেন II
Khub Sundar bondhu
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete