পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আগামী পয়লা সেপ্টেম্বর ২০২১ থেকে রাজ্যে চালু করতে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পে রাজ্যের মহিলারা প্ৰত্যেক মাসে ৫০০ এবং ১০০০ টাকা করে পাবে।
রাজ্যের এসসি বা এসটি মহিলারা পাবে ১০০০ টাকা করে এবং জেনারেল বা ওবিসি মহিলারা পাবে ৫০০ টাকা করে। এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় ১.৬ কোটি মহিলা উপকৃত হবে। আগামী ১৬ই অগাস্ট ২০২১থেকে ১৫ই সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত রাজ্যের দুয়ারে সরকারের মাধ্যমে এই প্রকল্পটির ফর্ম জমা নেওয়া হবে।
কারা আবেদন করতে পারবে -
১. পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
২. বয়স ২৫ থেকে ৬০ বছর।
৩. রাজ্য সরকারের কোনো ভাতা পেলে আবেদন করা যাবে না।
৪. জেনারেল পরিবারের ক্ষেত্রে কেউ যদি ট্যাক্স দিয়ে থাকে তাহলে সেই পরিবারের কোনো মহিলা আবেদন করতে পারবে না।
৫. জেনারেল পরিবারে ক্ষেত্রে কারো যদি ২ হেক্টর বা ৪.৯৪ একর জমি থাকে তাহলে এই প্রকল্পের সুবিধা পাবে না।
৬. বিধবা অথবা বিবাহিত মহিলা হতে হবে।
কি কি ডকুমেন্টস লাগবে -
১. আঁধার কার্ড।
২. রঙ্গিন পাসপোর্ট সাইজ কালার ফটো।
৩. স্বাস্থ্য সাথী কার্ড।
৪. এসসি বা এসটি কাস্ট সাটিফিকেট।
৫. ব্যাঙ্ক পাস বুক বা চেক বুক।
৬. গ্রাম পঞ্চায়েত প্রধানের অথবা পুরপ্রধানের রেসিডেন্ট সাটিফিকেট দিতে হবে I
ফর্ম টি কিভাবে ফিলআপ করবেন
প্রথমে Personal Details ভরতে হবে -
👉 Duare Sarkar Registration no 👉 এটা আপনাকে ভরতে হবে না I
👉 স্বাস্থ্য সাথী কার্ড নম্বর দিতে হবে I
👉 Aadhaar Number দিতে হবে I
👉 Beneficiary Name - First Name, Middle Name এবং Last Name ভরতে হবে।
👉 মোবাইল নম্বর দিতে হবে।
👉 ইমেইল আইডি দিলেও চলবে না দিলেও চলবে I
👉 Gender - Femal এর ঘরে টিক দিন I
👉 Date of Birth দিন I
👉 Age as on 01/01/2021 এর হিসাবে কত বছর হলো দিতে হবে।
👉 Father Name -
👉 Mother Name-
👉 Spouse Name- মানে স্বামীর নাম বা পরিবারের প্রধানের নাম দিতে হবে I
👉 Caste - SC/ST/OTHERS
👉 SC/ST Certificate number দিতে হবে।
👉 Marital Status - বিবাহিত/অবিবাহিত বা বিধবা টিক দিন।
Contact Details-
👉 State - WEST BENGAL
👉 District -
👉 Police Station-
👉 Block/ Municipality/Corporation -
👉 Village/Town/City-
👉 House/Premise No - থাকলে দিন, না থাকলে দিতে হবে না।
👉 Post Office-
👉 Pin Code -
👉 Number of Years Dwelling in West Bengal - .................(আপনি কতদিন ধরে পশ্চিমবঙ্গে বসবাস করেন)
Bank Account Details দিতে হবে -
👉 Bank Name -
👉 Bank Branch Name -
👉 Bank Account Number -
👉 IFS Code -
নিচের ডকুমেন্টস গুলি self attested করে জমা দিতে হবে -
১. কালার পাসপোর্ট সাইজ ফটো।
২. স্বাস্থ্য সাথী কার্ড জেরক্স।
৩. আঁধার কার্ড জেরক্স।
৪. SC/ST সাটিফিকেট জেরক্স।
৫. ব্যাঙ্ক পাস বই জেরক্স।
Date... (Signature of Applicant)
---------------------------------------------------------------------------------------------------------------------------
👉 I .................(নিজের নাম দিতে হবে), Daughter/Wife of .................(বাবা অথবা স্বামীর নাম দিতে হবে), Have Submitted Lakshmir Bhandar Application on ........................(Date দিতে হবে).
👉 Mobile Number................
👉 Swashtha sathi Card Number.....................
👉 Aadhaar Number........................
আরও জানুন
আলিপুরদুয়ার বিবেকানন্দ কলেজের ভর্তির নিয়মাবলী 2021- 2022
Students ক্রেডিট কার্ড কি ? কিভাবে Apply করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে ?
উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২১। West Bengal Council of Higher Secondary Education Results 2021
কিভাবে আপনার মোবাইল থেকে একটি নতুন Gmail অ্যাকাউন্ট খুলবেন ?
গ্যাস সিলিন্ডারে গ্যাস আছে কি নাই কি করে বুঝবেন II
No comments:
Post a Comment