গুগল কেন Captcha ভেরিফিকেশন করে ? I'm not a robot I

 গুগল আপনার সমস্ত তথ্য কে সুরক্ষিত ও নিরাপদ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কেননা আপনার কাছে যে কোনো ইলেকট্রনিক্স যন্ত্র যেমন, মোবাইল, ল্যাপটপ আছে মা...

গুগল কেন Captcha ভেরিফিকেশন করে ? I'm not a robot I

 গুগল আপনার সমস্ত তথ্য কে সুরক্ষিত ও নিরাপদ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কেননা আপনার কাছে যে কোনো ইলেকট্রনিক্স যন্ত্র যেমন, মোবাইল, ল্যাপটপ আছে মানে আপনার সমস্ত তথ্য গুগল এর কাছে আছে, আপনি যদি গুগল ব্রাউজার ব্যবহার করে থাকেন। আপনার সমস্ত তথ্য 'গুগল একাউন্ট' ভেরিফিকেশন এর মাধ্যমে পেয়ে থাকে। আপনার তথ্য গুলি যাতে অন্যের হাতে বা অন্য কোনো থার্ড পার্টির হাতে না আসে সেজন্য গুগল আপনার তথ্য গুলি সুরক্ষিত রাখতে বিভিন্ন রকম পদ্ধতি ব্যবহার করে থাকে। যেমন Captcha এবং I'm not a robot।

ক্যাপচা কি ?

CAPTCHA (Completely automated public Turing test to tell Computers and Human Apart) হল এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা। এটি আপনাকে স্প্যাম এবং পাসওয়ার্ড ডিস্ক্রিপশন থেকে রক্ষা করতে সাহায্য করে। একটি সাধারণ পরীক্ষার মাধ্যমে আপনাকে প্রমান করে যে আপনি মানুষ, রোবট না এবং কম্পিউটার সুরক্ষিত কোনো একাউন্ট এ আপনি প্রবেশ করার চেষ্টা করছেন। 




গুগল কেন ক্যাপচা ব্যবহার করে ?                                                         

গুগল আপনার তথ্য গুলিকে সুরক্ষিত রাখার জন্য ক্যাপচা ব্যবহার করে। শুধুমাত্র সঠিক পাসওয়ার্ড দিয়েই একজন মানুষ আপনার একাউন্টস এক্সেস করতে পারে। গুগল সহ বাজারের সমস্ত ওয়েব পরিষেবা গুলি অনুমোদিত একাউন্টস হোল্ডার ছাড়া এন্ট্রি প্রতিরোধের জন্য ক্যাপচা ব্যবহার করে থাকে l 

ক্যাপচা ভ্যারিফিকেশন করার সময় আপনার কি কি অসুবিধা হতে পারে !

আপনি যখন ক্যাপচা দিয়ে সাইট ওপেন করবেন তখন সঠিক ভাবে ক্যাপচা না ভরলে আপনার সাইটটি ওপেন হবে না। আর আপনি যদি I'm not a robot ক্যাপচা দিয়ে আপনার সাইটটি ওপেন করেন তাহলে যতক্ষণ না রাইট চিহ্নটি ক্যাপচা বক্সে আনতে পারবেন ততক্ষন আপনি সাইটটি ওপেনই করতে পারবেন না এবং আপনার ইন্টারনেট স্পীড যদি কম থাকে তাহলে ভেরিফিকেশন ক্যাপচা হিসাবে আপনার মোবাইল বা ল্যাপটপে অনেক ধরণের পিকচার আসবে। আর যে পিকচার গুলি আসবে সেগুলি আপনাকে চিহ্নিত করতে হবে। উদাহরণ হিসাবে নিচে কিছু পিকচার সম্বন্ধে আলোচনা করা হল -  

1. 

উপরের 1নং ছবিতে লক্ষ করুন লাল বক্সে লেখা আছে 'Select all images with bridges' এর বাংলা অর্থ হল ছবিতে যেখানে যেখানে ব্রিজ বা সেতুর ছবি আছে সেখানে আপনাকে চিহ্নিত করতে হবে। আবার লেখাটির পাশে কিন্তু একটি সেতুর ছবিও দেওয়া আছে।

 সুতরাং উপরের 9টি বক্সের মধ্যে আপনাকে শুধুমাত্র যে বক্স গুলিতে ব্রিজ বা সেতুর ছবি দেওয়া আছে, সেই বক্স গুলিকেই  চিহ্নিত করে ক্লিক করতে হবে। অন্য যে বক্স গুলিতে ব্রিজ বা সেতুর ছবি দেওয়া নেই সেই বক্স গুলিতে ক্লিক করলে ভেরিফিকেশনটি সম্পূর্ণ হবে না। বক্স গুলি চিহ্নিত করার পর শেষে আপনাকে Verify-এ ক্লিক করতে হবে। আপনি যদি সঠিক ভাবে বক্স গুলিকে চিহ্নিত করেন তাহলে আপনার ভেরিফিকেশন বক্সে রাইট চিহ্নটি আসবে এবং আপনার ভেরিফিকেশনটি সম্পূর্ণ হবে। 

2. 


উপরের 2নং ছবিতে লক্ষ করুন গ্রীন বক্সে লেখা আছে 'Select all images with cars' এর বাংলা অর্থ হল ছবিতে যেখানে যেখানে Car এর ছবি আছে সেখানে আপনাকে চিহ্নিত করতে হবে। আবার লেখাটির পাশে কিন্তু একটি Car এর ছবিও দেওয়া আছে।

সুতরাং উপরের 9টি বক্সের মধ্যে আপনাকে শুধুমাত্র যে বক্স গুলিতে Car এর ছবি দেওয়া আছে, সেই বক্স গুলিকেই  চিহ্নিত করে ক্লিক করতে হবে। অন্য যে বক্স গুলিতে Car এর ছবি দেওয়া নেই সেই বক্স গুলিতে ক্লিক করলে ভেরিফিকেশনটি সম্পূর্ণ হবে না।বক্স গুলি চিহ্নিত করার পর শেষে আপনাকে Verify-এ ক্লিক করতে হবে। আপনি যদি সঠিক ভাবে বক্স গুলিকে চিহ্নিত করেন তাহলে আপনার ভেরিফিকেশন বক্সে রাইট চিহ্নটি আসবে এবং আপনার ভেরিফিকেশনটি সম্পূর্ণ হবে। 

3. 

উপরের 3নং ছবিতে লক্ষ করুন গ্রীন বক্সে লেখা আছে 'Select all images with traffic lights' এর বাংলা অর্থ হল ছবিতে যেখানে যেখানে ট্রাফিক লাইট এর ছবি আছে সেখানে আপনাকে চিহ্নিত করতে হবে। সুতরাং উপরের 9টি বক্সের মধ্যে আপনাকে শুধুমাত্র যে বক্স গুলিতে ট্রাফিক লাইট এর ছবি দেওয়া আছে, সেই বক্স গুলিকেই  চিহ্নিত করে ক্লিক করতে হবে। অন্য যে বক্স গুলিতে ট্রাফিক লাইট এর ছবি দেওয়া নেই সেই বক্স গুলিতে ক্লিক করলে ভেরিফিকেশনটি সম্পূর্ণ হবে না।বক্স গুলি চিহ্নিত করার পর শেষে আপনাকে Verify-এ ক্লিক করতে হবে। আপনি যদি সঠিক ভাবে বক্স গুলিকে চিহ্নিত করেন তাহলে আপনার ভেরিফিকেশন বক্সে রাইট চিহ্নটি আসবে এবং আপনার ভেরিফিকেশনটি সম্পূর্ণ হবে। 

4. 

উপরের 4নং ছবিতে লক্ষ করুন গ্রীন বক্সে লেখা আছে 'Select all images with a bus' এর বাংলা অর্থ হল ছবিতে যেখানে যেখানে বাস এর ছবি আছে সেখানে আপনাকে চিহ্নিত করতে হবে। সুতরাং উপরের 9টি বক্সের মধ্যে আপনাকে শুধুমাত্র যে বক্স গুলিতে বাস এর ছবি দেওয়া আছে, সেই বক্স গুলিকেই  চিহ্নিত করে ক্লিক করতে হবে।অন্য যে বক্স গুলিতে বাস এর ছবি দেওয়া নেই সেই বক্স গুলিতে ক্লিক করলে ভেরিফিকেশনটি সম্পূর্ণ হবে না।বক্স গুলি চিহ্নিত করার পর শেষে আপনাকে Verify-এ ক্লিক করতে হবে। আপনি যদি সঠিক ভাবে বক্স গুলিকে চিহ্নিত করেন তাহলে আপনার ভেরিফিকেশন বক্সে রাইট চিহ্নটি আসবে এবং আপনার ভেরিফিকেশনটি সম্পূর্ণ হবে। 


আপনি ক্যাপচা ইমেজটি দেখতে পারছেন না, তাহলে আপনি কি করবেন?

আপনার যদি ক্যাপচা ইমেজটি দেখতে অসুবিধে হয় বা পড়তে না পারেন তাহলে একটি নতুন ইমেজ এর জন্য আপনার ব্রাউজারটিকে রিফ্রেশ করবেন, দেখবেন নতুন একটি ইমেজ আপনার সামনে উপস্থিত হবে। যতক্ষণ না বুঝতে পারছেন ততক্ষন আপনাকে রিফ্রেশ করে যেতে হবে। যদিও ক্যাপচা সাধারণত ছবির উপর নির্ভর করে থেকে। আর অডিও সংস্করণ গুলি সাধারণত দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য উপলব্ধ করা হয়। 




Google কখন captcha ব্যবহার করে থাকে ?

সবচেয়ে সংবেদনশীল account access পয়েন্টের চারপাশে নিরাপত্তা জোরদার করতে গুগল ক্যাপচা ব্যবহার করে থাকে। আপনি একটি নতুন ক্যাপচা দেখতে পাবেন যখন আপনি কোনো সিকিউর সাইট ওপেন করবেন বা ইউটুব, ব্লগ, অথবা জীমেইল একাউন্ট সাইনআপ করবেন তখন আপনি ক্যাপচা দেখতে পাবেন। 




আরও জানুন -












No comments:

Post a Comment