Student ক্রেডিট কার্ড রাজ্য সরকারের একটি নতুন প্রকল্প। আপনার কাছে যদি টাকা না থাকে এবং আপনি যদি উচ্চ শিক্ষা লাভ করতে চান তা হলে এই প্রকল্প টি হয়তো আপনার কাজে লাগতে পারে। রাজ্য সরকার দশ লক্ষ টাকা পর্যন্ত এই প্রকল্প থেকে আপনাকে লোন দিতে পারে । শুধুমাত্র 8 % সরল সুদ আপনাকে দিতে হবে। চাকরি পাওয়ার প্রথম বছর থেকে আপনাকে লোন শোধ প্রক্রিয়া শুরু করতে হবে এবং ১৫ বছর পর্যন্ত আপনাকে লোন শোধ করার সময় দেওয়া হবে। রাজ্যের সব সরকারি বা বেসরকারি ব্যাঙ্ক থেকে আপনি এই লোনের সুবিধা পেয়ে যাবেন। ৪০ বছর বয়স পর্যন্ত ছাত্র ছাত্রীরা এই ঋণের সুবিধা পাবে।
কারা এই লোনটি Apply করতে পারবে
১. আপনাকে কমপক্ষে ১০ বছরের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
২. শুধুমাত্র ছাত্র ছাত্রীরাই এই লোনটি Apply করতে পারবে।
৩. লোনের টাকা অন্য কাজে খরচ করা যাবে না।
৪. দশম শ্রেণীর উপরে যত ছাত্র ছাত্রী আছে সবাই আবেদন করতে পারবে।
৫. আপনি যদি ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট , বুক , ষ্টেশনারী জিনিসপত্র কিনতে চান তাহলে এই সুবিধা পেতে পারেন।
৬. উচ্চ শিক্ষার জন্য যেমন , ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা , বিটেক, M টেক , MBA , BBA , ITI বা চাকরির পরীক্ষার জন্য (যেমন WBCS , SSC , PSC , UPSC ) কোনো কোচিং ইনস্টিটিউট থেকে কোচিং করতেন চান তা হলেও লোনটি Apply করা যাবে।
৭. পশ্চিমবঙ্গের বাইরে পড়া শুনা করলেও এই লোনটি আবেদন করতে পারবেন।
৮. পড়া শুনা শেষ হওয়ার এক বছরের মধ্যে কোনো লোন শোধ করতে হবে না। এক বছর পর থেকে আপনাকে লোন দিতে হবে।
Student ক্রেডিট কার্ড আবেদন পদ্ধতি
Student ক্রেডিট কার্ড আবেদন করতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে আপনাকে পশ্চিম বঙ্গের অফিয়াল ওয়েবসাইট এ যেতে হবে www.wbscc.wb.gov.in
প্রয়োজনীয় ডকুমেন্টস
Student Credit Card করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে তা নিচে দেওয়া হল।
১. আবেদন কারীর রঙ্গিন পাসপোর্ট সাইজ ফটো।
২. সহ আবেদন কারীর রঙ্গিন পাসপোর্ট সাইজ ফটো।
৩. ছাত্র বা ছাত্রীর সই।
৪. সহ আবেদন কারীর সই।
৫. আবেদন কারীর আঁধার কার্ড।
৬.সহ আবেদন কারীর আঁধার কার্ড।
৭. আবেদন কারীর প্যান কার্ড। প্যান কার্ড না থাকলে ফর্ম ৬০ ভরতে হবে।
৮. সহ আবেদন কারীর প্যান কার্ড। প্যান কার্ড না থাকলে ফর্ম ৬০ ভরতে হবে।
৯. আঁধার কার্ড না থাকলে মাধ্যমিকের এডমিট কার্ড দিতে হবে।
১০. আবেদন কারীর অভিভাবকের ঠিকানার প্রমান পত্র l
১১. ভর্তির রশিদ বা কোর্স ফি।
কিভাবে আপনার ক্রেডিট কার্ডটি Approve হবে
১. ক্রেডিট কার্ডটি approve করতে হলে প্রথমে আপনাকে অনলাইন Apply করতে হবে।
২. অনলাইন Apply হয়ে গেলে স্কুল, কলেজ , ইউনিভার্সিটি বা যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশুনা করছেন সেখানকার ইনস্টিটিউশন নোডাল অফিসার আপনার সাথে যোগাযোগ করবে ফিজিক্যাল ডকুমেন্টস জমা করার জন্য।
৩. স্কুল ডকুমেন্টস ভ্যারিফিকেশন হয়ে গেলে Higher এডুকেশন এ তারা পাঠিয়ে দিবে ডকুমেন্টস ভ্যারিফিকেশন করার জন্য।
৪. Higher Education Department ডকুমেন্টস ভ্যারিফিকেশন করার পর তারা Bank এ পাঠিয়ে দিবে।
৫. ব্যাঙ্ক ভ্যারিফিকেশন হয়ে যাওয়ার পর আপনার ক্রেডিট কার্ডটি Approved হবে।
৬. শেষে আপনি ক্রেডিট কার্ড লোন এর জন্য Eligible হবেন।
আরও জানুন
ইমেইল আইডি না থাকলে কিভাবে ইমেইল আইডি বানাবেন I
Students ক্রেডিট কার্ড কি ? কিভাবে Apply করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে ?
গ্যাস সিলিন্ডারে গ্যাস আছে কি নাই কি করে বুঝবেন I
10th জেনারেশন ল্যাপটপ মাত্র 34,990 টাকায় II আমাজন প্রাইম ডে সেল II
No comments:
Post a Comment