গুগল কেন Captcha ভেরিফিকেশন করে ? I'm not a robot I

 গুগল আপনার সমস্ত তথ্য কে সুরক্ষিত ও নিরাপদ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কেননা আপনার কাছে যে কোনো ইলেকট্রনিক্স যন্ত্র যেমন, মোবাইল, ল্যাপটপ আছে মা...

আলিপুরদুয়ার বিবেকানন্দ কলেজের ভর্তির নিয়মাবলী 2021- 2022 II

 ১. কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে পাস এবং অনার্স কোর্সে অনলাইনের মাধ্যমে ভর্তি নেওয়া হবে। 

২. অনলাইনে ভর্তির আবেদন করা যাবে ০২.০৮.২০২১ থেকে ২০.০৮.২০২১ পর্যন্ত। 

৩. একটি আবেদন পত্রে ৩ টি অনার্স বিষয়ে আবেদন করা যাবে। পাস কোর্সের জন্য আলাদা করে আবেদন করতে হবে। 


৪. মেধা তালিকা প্রকাশ করা হবে ২৬.০৮.২০২১।

৫. ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে ৩১.০৮.২০২১।

৬. ফর্মে ভুল হলে সেটি সংশোধন করতে হবে ২৯.০৮.২০২১, দুপুর ৩ টের মধ্যে। 

৭. শুধুমাত্র মেধা তালিকার মাধমে ভর্তি নেওয়া হবে। 

৮. ভোকেশনাল কোর্সের ছাত্র ছাত্রীরা কেবল মাত্র সাধারণ বিষয়ে আবেদন করতে পারবে।

৯. ভর্তির টাকা জমা করার পর ছাত্র ছাত্রীদের ক্লাস শুরু হলে Certificate Verification কলেজে করা হবে। 

১০. Certificate ভুল প্রমাণিত হলে তার ভর্তি বাতিল হয়ে যাবে। 

১১. কোনো কারণে ভর্তি বাতিল হলে ভর্তির টাকা ফেরত দেওয়া হবে না। 

১২. সিট্ রিজারভিসনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার ও ভারত সরকার এর আইন অনুসরণ করা হবে। 

১৩. সংশ্লিষ্ট দপ্তর দ্বারা দেওয়া SC/ST/OBC-A/OBC-B/PH সাটিফিকেটই শুধুমাত্র গ্রহণ করা হবে। 

১৪. প্রয়োজন হলে PH সাটিফিকেট টি কলেজ কতৃপক্ষ পরীক্ষা করতে পারে। 

১৫. অনার্স কোর্সের জন্য আবেদন করলে অনার্স কোর্সের জন্যই বিবেচিত হবে।  

পাস্ কোর্সের জন্য বিবেচিত হবে না। 

১৬. আবেদন পত্রে দেওয়া বিষয়গুলি পরবর্তী কালে কোনো ভাবেই পরবর্তন হবে না। 

১৭. সকল ছাত্র ছাত্রীকে নিজের মোবাইল নম্বর এবং নিজের ইমেইল আইডি দিতে হবে। 

১৮. ভর্তির পর ভেরিফিকেশন এর জন্য নিন্ম লিখিত বিষয় গুলি Self Attested করে কলেজে জমা দিতে হবে। 

ক.  সঠিক ভাবে পূরণ করা ভর্তির ফর্মের কপি। 

খ.  অনলাইনে আবেদনের রশিদ এর কপি original ও xerox দুটোই। 

গ. H.S মার্কশিট এর কপি। 

ঘ. মাধ্যমিকের এডমিট কার্ড এর কপি। 

ঙ. SC/ST/OBC-A/OBC-B/PH সাটিফিকেট এর কপি। 

চ. Anti Ragging ফর্ম ফিলাপ এর hard copy কলেজে জমা দিতে হবে। 

১৯. ভর্তি হওয়ার পর ৭৫ % উপস্থিত না থাকলে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না। 

২০. সকলকে করোনা বিধি অবস্যই মানতে হবে। 

আরও জানুন 

ইমেইল আইডি না থাকলে কিভাবে ইমেইল আইডি বানাবেন I

Students ক্রেডিট কার্ড কি  ? কিভাবে Apply করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে ? 

গ্যাস সিলিন্ডারে গ্যাস আছে কি নাই কি করে বুঝবেন I

10th জেনারেশন ল্যাপটপ মাত্র 34,990 টাকায় II আমাজন প্রাইম ডে সেল II










No comments:

Post a Comment