গুগল কেন Captcha ভেরিফিকেশন করে ? I'm not a robot I

 গুগল আপনার সমস্ত তথ্য কে সুরক্ষিত ও নিরাপদ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কেননা আপনার কাছে যে কোনো ইলেকট্রনিক্স যন্ত্র যেমন, মোবাইল, ল্যাপটপ আছে মা...

এক দেশ এক রেশন কার্ড। এই কার্ড থেকে কি কি সুবিধা পেতে পারে সাধারণ মানুষ দেখে নিন।

 এক দেশ এক রেশন কার্ড। এই কার্ড পশ্চিম বঙ্গেও চালু হতে চলেছে। সুপ্রিম কোর্ট এই বিষয়ে আগেই নির্দেশ দিয়েছিল। নিদ্দেশিকা জারি করে এবার এই নিয়ম কার্যকর করার কথা জানিয়ে দিলো নবান্ন।  নবান্ন থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে , যারা পরিযায়ী শ্রমিক বা অস্থায়ী পেশার মানুষ অর্থাৎ পশ্চিম বঙ্গের বাইরে কাজ করে তারা যাতে দেশের যে কোনো রেশন দোকান থেকে খাদ্য সামগ্রি সংগ্রহ করতে পারে সেই জন্যই এই ব্যবস্থা চালু করা। আর পশ্চিম বঙ্গের বাইরের রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকরাও যাতে এই রাজ্যে রেশন পেতে পারে তার জন্যই এই রেশন কার্ডটি চালু করা। 



যাদের রেশন কার্ডের সঙ্গে আঁধার কার্ড লিঙ্ক করা থাকবে, তারা দেশের যে কোনো রেশন দোকান থেকে রেশন সংগ্রহ করতে পারবে।  তবে রেশন তোলার সময় আঁধার ভিত্তিক যে বায়োমেট্রিক ব্যবস্থা রয়েছে, সেই বায়োমেট্রিকের মাধ্যমে আপনাকে নিজের পরিচয় প্রমাণ করতে হবে। সোজা কোথায় আঙুলের ছাপ দিয়ে রেশন কার্ডের সত্যতা প্রমান করতে হবে রেশন নিতে গেলে।   

আর যাদের রেশন কার্ডের সাথে আঁধার নাম্বার লিঙ্ক করা নেই বা হাতের আঙুলের ছাপ মেলে না তারা এই সুবিধা পাবেন না। এই সুবিধা পেতে গেলে আপনাকে বায়োমেট্রিক লিঙ্ক করতে হবে। 

রাজ্যের সব রেশন ডিলারদের এই নিদ্দেশ দেওয়া হয়েছিল যে, সমস্ত রেশন সামগ্রী যেন অনলাইন পোর্টালে অর্থাৎ ইপিওস এর মাধ্যমে দেওয়া হয়। যাতে করে সমস্ত তথ্য যেন সরকারের কাছে আসে । আর রেশন সামগ্রী সঠিক ভাবে যাতে সবাই পায় তার জন্যই সরকারের এই পদক্ষেপ।


আরও জানুন 

আলিপুরদুয়ার বিবেকানন্দ কলেজের ভর্তির নিয়মাবলী 2021- 2022

Students ক্রেডিট কার্ড কি ? কিভাবে Apply করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে ? 

উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২১। West Bengal Council of Higher Secondary Education Results 2021 


 কিভাবে আপনার মোবাইল থেকে একটি নতুন Gmail অ্যাকাউন্ট খুলবেন ? 


গ্যাস সিলিন্ডারে গ্যাস আছে কি নাই কি করে বুঝবেন I






No comments:

Post a Comment