গুগল কেন Captcha ভেরিফিকেশন করে ? I'm not a robot I

 গুগল আপনার সমস্ত তথ্য কে সুরক্ষিত ও নিরাপদ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কেননা আপনার কাছে যে কোনো ইলেকট্রনিক্স যন্ত্র যেমন, মোবাইল, ল্যাপটপ আছে মা...

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প I প্ৰত্যেক মাসে রাজ্যের মহিলারা পাবে ৫০০ এবং ১০০০ টাকা করে I

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আগামী পয়লা সেপ্টেম্বর ২০২১ থেকে রাজ্যে চালু করতে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পে রাজ্যের মহিলারা প্ৰত্যেক মাসে ৫০০ এবং ১০০০ টাকা করে পাবে। 
রাজ্যের এসসি  বা এসটি  মহিলারা পাবে ১০০০ টাকা করে এবং জেনারেল বা ওবিসি মহিলারা পাবে ৫০০ টাকা করে। এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় ১.৬ কোটি মহিলা উপকৃত হবে। আগামী ১৬ই অগাস্ট ২০২১থেকে ১৫ই সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত রাজ্যের দুয়ারে সরকারের মাধ্যমে এই প্রকল্পটির ফর্ম জমা নেওয়া হবে। 



 কারা আবেদন করতে পারবে -

১. পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। 
২. বয়স ২৫ থেকে ৬০ বছর। 
৩. রাজ্য সরকারের কোনো ভাতা পেলে আবেদন করা যাবে না। 
৪. জেনারেল পরিবারের ক্ষেত্রে কেউ যদি ট্যাক্স দিয়ে থাকে তাহলে সেই পরিবারের কোনো মহিলা  আবেদন করতে পারবে না। 
৫. জেনারেল পরিবারে ক্ষেত্রে কারো যদি ২ হেক্টর বা ৪.৯৪ একর জমি থাকে তাহলে এই প্রকল্পের সুবিধা পাবে না।
৬. বিধবা অথবা  বিবাহিত মহিলা হতে হবে। 

কি কি ডকুমেন্টস লাগবে -

১. আঁধার কার্ড। 
২. রঙ্গিন পাসপোর্ট সাইজ কালার ফটো। 
৩. স্বাস্থ্য সাথী কার্ড। 
৪. এসসি বা এসটি কাস্ট সাটিফিকেট। 
৫. ব্যাঙ্ক পাস বুক বা চেক বুক। 
৬. গ্রাম পঞ্চায়েত প্রধানের অথবা পুরপ্রধানের রেসিডেন্ট সাটিফিকেট দিতে হবে I

ফর্ম টি কিভাবে ফিলআপ করবেন 

প্রথমে Personal Details ভরতে হবে -
 👉 Duare Sarkar Registration no 👉 এটা আপনাকে ভরতে হবে না I
👉 স্বাস্থ্য সাথী কার্ড নম্বর দিতে হবে I
👉 Aadhaar Number দিতে হবে I
👉 Beneficiary Name - First Name, Middle Name এবং Last Name ভরতে হবে। 
👉 মোবাইল নম্বর দিতে হবে। 
👉 ইমেইল আইডি দিলেও চলবে না দিলেও চলবে I
👉 Gender - Femal এর ঘরে টিক দিন I
👉 Date of Birth দিন I
👉 Age as on 01/01/2021 এর হিসাবে কত বছর হলো দিতে হবে। 
👉 Father Name -
👉 Mother Name-
👉 Spouse Name- মানে স্বামীর নাম বা পরিবারের প্রধানের নাম দিতে হবে I
👉 Caste - SC/ST/OTHERS 
👉 SC/ST Certificate number দিতে হবে। 
👉 Marital Status - বিবাহিত/অবিবাহিত বা বিধবা টিক দিন। 


Contact Details-

👉 State - WEST BENGAL 
👉 District -
👉 Police Station-
👉 Block/ Municipality/Corporation -
👉 Village/Town/City-
👉 House/Premise No - থাকলে দিন, না থাকলে দিতে হবে না। 
👉 Post Office- 
👉 Pin Code - 

👉 Number of Years Dwelling in West Bengal - .................(আপনি কতদিন ধরে পশ্চিমবঙ্গে বসবাস করেন)

Bank Account Details দিতে হবে -

👉 Bank Name - 
👉 Bank Branch Name -
👉 Bank Account Number -
👉 IFS Code -

নিচের ডকুমেন্টস গুলি self attested করে জমা  দিতে হবে -

১. কালার পাসপোর্ট সাইজ ফটো। 
২. স্বাস্থ্য সাথী কার্ড জেরক্স।
৩. আঁধার কার্ড জেরক্স। 
৪. SC/ST সাটিফিকেট জেরক্স। 
৫. ব্যাঙ্ক পাস বই জেরক্স। 



Date...                                                                                   (Signature of Applicant)




---------------------------------------------------------------------------------------------------------------------------
  

👉 I .................(নিজের নাম দিতে হবে), Daughter/Wife of .................(বাবা অথবা স্বামীর নাম দিতে হবে), Have Submitted Lakshmir Bhandar Application on ........................(Date দিতে হবে).


👉 Mobile Number................
👉 Swashtha sathi Card Number.....................
👉 Aadhaar Number........................


আরও জানুন









এক দেশ এক রেশন কার্ড। এই কার্ড থেকে কি কি সুবিধা পেতে পারে সাধারণ মানুষ দেখে নিন।

 এক দেশ এক রেশন কার্ড। এই কার্ড পশ্চিম বঙ্গেও চালু হতে চলেছে। সুপ্রিম কোর্ট এই বিষয়ে আগেই নির্দেশ দিয়েছিল। নিদ্দেশিকা জারি করে এবার এই নিয়ম কার্যকর করার কথা জানিয়ে দিলো নবান্ন।  নবান্ন থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে , যারা পরিযায়ী শ্রমিক বা অস্থায়ী পেশার মানুষ অর্থাৎ পশ্চিম বঙ্গের বাইরে কাজ করে তারা যাতে দেশের যে কোনো রেশন দোকান থেকে খাদ্য সামগ্রি সংগ্রহ করতে পারে সেই জন্যই এই ব্যবস্থা চালু করা। আর পশ্চিম বঙ্গের বাইরের রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকরাও যাতে এই রাজ্যে রেশন পেতে পারে তার জন্যই এই রেশন কার্ডটি চালু করা। 



যাদের রেশন কার্ডের সঙ্গে আঁধার কার্ড লিঙ্ক করা থাকবে, তারা দেশের যে কোনো রেশন দোকান থেকে রেশন সংগ্রহ করতে পারবে।  তবে রেশন তোলার সময় আঁধার ভিত্তিক যে বায়োমেট্রিক ব্যবস্থা রয়েছে, সেই বায়োমেট্রিকের মাধ্যমে আপনাকে নিজের পরিচয় প্রমাণ করতে হবে। সোজা কোথায় আঙুলের ছাপ দিয়ে রেশন কার্ডের সত্যতা প্রমান করতে হবে রেশন নিতে গেলে।   

আর যাদের রেশন কার্ডের সাথে আঁধার নাম্বার লিঙ্ক করা নেই বা হাতের আঙুলের ছাপ মেলে না তারা এই সুবিধা পাবেন না। এই সুবিধা পেতে গেলে আপনাকে বায়োমেট্রিক লিঙ্ক করতে হবে। 

রাজ্যের সব রেশন ডিলারদের এই নিদ্দেশ দেওয়া হয়েছিল যে, সমস্ত রেশন সামগ্রী যেন অনলাইন পোর্টালে অর্থাৎ ইপিওস এর মাধ্যমে দেওয়া হয়। যাতে করে সমস্ত তথ্য যেন সরকারের কাছে আসে । আর রেশন সামগ্রী সঠিক ভাবে যাতে সবাই পায় তার জন্যই সরকারের এই পদক্ষেপ।


আরও জানুন 

আলিপুরদুয়ার বিবেকানন্দ কলেজের ভর্তির নিয়মাবলী 2021- 2022

Students ক্রেডিট কার্ড কি ? কিভাবে Apply করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে ? 

উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২১। West Bengal Council of Higher Secondary Education Results 2021 


 কিভাবে আপনার মোবাইল থেকে একটি নতুন Gmail অ্যাকাউন্ট খুলবেন ? 


গ্যাস সিলিন্ডারে গ্যাস আছে কি নাই কি করে বুঝবেন I






আলিপুরদুয়ার বিবেকানন্দ কলেজের ভর্তির নিয়মাবলী 2021- 2022 II

 ১. কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে পাস এবং অনার্স কোর্সে অনলাইনের মাধ্যমে ভর্তি নেওয়া হবে। 

২. অনলাইনে ভর্তির আবেদন করা যাবে ০২.০৮.২০২১ থেকে ২০.০৮.২০২১ পর্যন্ত। 

৩. একটি আবেদন পত্রে ৩ টি অনার্স বিষয়ে আবেদন করা যাবে। পাস কোর্সের জন্য আলাদা করে আবেদন করতে হবে। 


৪. মেধা তালিকা প্রকাশ করা হবে ২৬.০৮.২০২১।

৫. ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে ৩১.০৮.২০২১।

৬. ফর্মে ভুল হলে সেটি সংশোধন করতে হবে ২৯.০৮.২০২১, দুপুর ৩ টের মধ্যে। 

৭. শুধুমাত্র মেধা তালিকার মাধমে ভর্তি নেওয়া হবে। 

৮. ভোকেশনাল কোর্সের ছাত্র ছাত্রীরা কেবল মাত্র সাধারণ বিষয়ে আবেদন করতে পারবে।

৯. ভর্তির টাকা জমা করার পর ছাত্র ছাত্রীদের ক্লাস শুরু হলে Certificate Verification কলেজে করা হবে। 

১০. Certificate ভুল প্রমাণিত হলে তার ভর্তি বাতিল হয়ে যাবে। 

১১. কোনো কারণে ভর্তি বাতিল হলে ভর্তির টাকা ফেরত দেওয়া হবে না। 

১২. সিট্ রিজারভিসনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার ও ভারত সরকার এর আইন অনুসরণ করা হবে। 

১৩. সংশ্লিষ্ট দপ্তর দ্বারা দেওয়া SC/ST/OBC-A/OBC-B/PH সাটিফিকেটই শুধুমাত্র গ্রহণ করা হবে। 

১৪. প্রয়োজন হলে PH সাটিফিকেট টি কলেজ কতৃপক্ষ পরীক্ষা করতে পারে। 

১৫. অনার্স কোর্সের জন্য আবেদন করলে অনার্স কোর্সের জন্যই বিবেচিত হবে।  

পাস্ কোর্সের জন্য বিবেচিত হবে না। 

১৬. আবেদন পত্রে দেওয়া বিষয়গুলি পরবর্তী কালে কোনো ভাবেই পরবর্তন হবে না। 

১৭. সকল ছাত্র ছাত্রীকে নিজের মোবাইল নম্বর এবং নিজের ইমেইল আইডি দিতে হবে। 

১৮. ভর্তির পর ভেরিফিকেশন এর জন্য নিন্ম লিখিত বিষয় গুলি Self Attested করে কলেজে জমা দিতে হবে। 

ক.  সঠিক ভাবে পূরণ করা ভর্তির ফর্মের কপি। 

খ.  অনলাইনে আবেদনের রশিদ এর কপি original ও xerox দুটোই। 

গ. H.S মার্কশিট এর কপি। 

ঘ. মাধ্যমিকের এডমিট কার্ড এর কপি। 

ঙ. SC/ST/OBC-A/OBC-B/PH সাটিফিকেট এর কপি। 

চ. Anti Ragging ফর্ম ফিলাপ এর hard copy কলেজে জমা দিতে হবে। 

১৯. ভর্তি হওয়ার পর ৭৫ % উপস্থিত না থাকলে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না। 

২০. সকলকে করোনা বিধি অবস্যই মানতে হবে। 

আরও জানুন 

ইমেইল আইডি না থাকলে কিভাবে ইমেইল আইডি বানাবেন I

Students ক্রেডিট কার্ড কি  ? কিভাবে Apply করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে ? 

গ্যাস সিলিন্ডারে গ্যাস আছে কি নাই কি করে বুঝবেন I

10th জেনারেশন ল্যাপটপ মাত্র 34,990 টাকায় II আমাজন প্রাইম ডে সেল II










10th জেনারেশন ল্যাপটপ মাত্র 35,290 টাকায় II

পৃথিবীর সবচেয়ে বড় E-Commerse Company Amazon.in নিয়ে এলো তাদের আকর্ষণীয় প্রাইম ডে সেল অফার। অফারটি শুধুমাত্র 27 জুলাই রাত 11 টা 59 মিনিট পর্যন্ত। এই অফারটিতে আপনাকে 70 % পর্যন্ত ছাড় দিচ্ছে। প্রতিটি প্রোডাক্টস এর উপর ছাড় পেতে আজই কিনে নিন যেকোনো ধরনের ইলেকট্রনিক্স আইটেম বা ব্যবহারিক সমস্ত ধরনের প্রোডাক্টস। এছাড়া আজকের জন্য থাকছে Electronics এর উপর বিশেষ ছাড়। 10th  Generation Laptop মাত্র 34,990 টাকায় পাওয়া যাচ্ছে। 


Configarations:

Brand- Asus

Processor type - Core i3

Generation - 10th

Processor brand -  Intel

Procesor Speed - 1.2 GHz

Display size - 15.6 Inches

Screen Resolution - 1920 x 1080 Pixels

RAM - 4 GB

Hard Drive Size - 1 TB

Operating System - Windows 10 Home

Average battery standby Life - 6 hours

Click here for details

প্রোডাক্টটি কিনতে এখানে ক্লিক করুন



আরও জানুন















গ্যাস সিলিন্ডারে গ্যাস আছে কি নাই কি করে বুঝবেন II

 দিন দিন যেভাবে রান্নার গ্যাসের দাম বেড়ে যাচ্ছে তাতে সাধারণ গরিব লোকের পক্ষ্যে খুবই অসুবিধা । আর আপনার কাছে যদি রান্না করার অন্য কোনো উপায় না থাকে তাহলে তো গ্যাস সিলিন্ডার নিতেই হবে, সিলিন্ডার সিঙ্গেল হউক বা ডবল। আপনি যদি সিঙ্গেল সিলিন্ডার নিয়ে থাকেন এবং বুঝতে পারছেন না সিলিন্ডারটি ভর্তি আছে না খালি হয়ে গেছে তাহলে তো আপনার পক্ষ্যে খুবই অসুবিধে জনক। যাদের ডবল সিলিন্ডার আছে তারা যদি সময় মতো সিলিন্ডারটি ভরে নেয় তাহলে তাদের অসুবিধা হবে না অর্থাৎ যাদের ডবল সিলিন্ডার নাই শুধুমাত্র তাদেরই অসুবিধা হতে পারে কেননা আপনি হয়তো জানতে পারছেন না যে আর কতটা "গ্যাস" সিলিন্ডার এ আছে নাকি খালি হয়ে গেছে। তাই, গ্যাস খালি হয়ে গেছে না ভর্তি আছে কিভাবে জানবো সেটাই নিচে আলোচনা করা হল।


প্রথমে গ্যাস সিলিন্ডারটিকে পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে।

তারপর একটা ভেজা কাপড় দিয়ে সিলিন্ডারটির চারদিকে মুছে নিতে হবে। মনে রাখবেন কাপড়টি যেন ভেজা হয়। 

ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নেওয়ার পর একটু পরে দেখবেন যে সিলিন্ডারটি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গা শুকোতে দেরি হচ্ছে। সিলিন্ডারটির যে জায়গাটি তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে  আপনাকে বুঝতে হবে যে সেখানে অবধি গ্যাস খালি হয়ে গেছে। 

আর সিলিন্ডারটির যে জায়গাটি শুকোতে দেরি হচ্ছে অর্থাৎ ভেজা ভেজা আছে আপনাকে বুঝতে হবে যে সেই ভেজা জায়গা অবধি গ্যাস ভরা  আছে। 


সুতরাং আপনি নিজেই এই প্দ্ধতি প্রয়োগ করে জানতে পারবেন সিলিন্ডারটি ভর্তি আছে না খালি হয়ে গেছে। 



আরও জানুন 

আলিপুরদুয়ার বিবেকানন্দ কলেজের ভর্তির নিয়মাবলী 2021- 2022

Students ক্রেডিট কার্ড কি ? কিভাবে Apply করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে ?

উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২১। West Bengal Council of Higher Secondary Education Results 2021


 কিভাবে আপনার মোবাইল থেকে একটি নতুন Gmail অ্যাকাউন্ট খুলবেন ? 

গ্যাস সিলিন্ডারে গ্যাস আছে কি নাই কি করে বুঝবেন II



Flipkart ধামাকা অফার 25 থেকে29 জুলাই পর্যন্ত II Samsung Galaxy F62 তে 12000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে II

 ফ্লিপকার্ট নিয়ে এলো তাদের আকর্ষণীয়  ধামাকা অফার BIG SAVING DAYS SALE। 29,999 টাকার স্যামসাঙ গ্যালাক্সি F62 মাত্র 17,999 টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনটি কিনলে আপনার 12,000 টাকা সেভ হচ্ছে।  অফারটি শুধুমাত্র 25 জুলাই থেকে 29 জুলাই পর্যন্ত।


Features 

ফোনটি তে থাকছে 6 GB RAM , 128 GB ROM এবং যেটি 1024 GB অবধি Expandable
6.7 Inch Full HD Display
Primary Camera - 64 MP + 12 MP + 5 MP + 5 MP 
Front Camera - 32 MP
7000 mAh Lithium-ion Battery
Exynos 9825 Processor
Operating System-  Android 11


এছাড়া আরো অন্যান্য ফিচারস রয়েছে যেগুলি আপনি  Flipkart.com ওয়েবসাইট খুললে দেখতে পাবেন। 































Students ক্রেডিট কার্ড কি ? কিভাবে Apply করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে ?

 Student ক্রেডিট কার্ড রাজ্য সরকারের একটি নতুন প্রকল্প। আপনার কাছে যদি টাকা না থাকে এবং আপনি যদি উচ্চ শিক্ষা লাভ করতে চান তা হলে এই প্রকল্প টি হয়তো আপনার কাজে লাগতে পারে। রাজ্য সরকার দশ লক্ষ টাকা পর্যন্ত এই প্রকল্প থেকে আপনাকে লোন দিতে পারে । শুধুমাত্র  8 % সরল সুদ আপনাকে দিতে হবে।  চাকরি পাওয়ার প্রথম বছর থেকে আপনাকে লোন শোধ প্রক্রিয়া শুরু করতে হবে এবং ১৫ বছর পর্যন্ত আপনাকে লোন শোধ করার সময় দেওয়া হবে। রাজ্যের সব সরকারি বা বেসরকারি ব্যাঙ্ক থেকে আপনি এই লোনের সুবিধা পেয়ে যাবেন।  ৪০ বছর বয়স পর্যন্ত ছাত্র ছাত্রীরা এই ঋণের সুবিধা পাবে। 



কারা এই লোনটি Apply করতে পারবে 

১. আপনাকে কমপক্ষে ১০ বছরের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। 

২. শুধুমাত্র ছাত্র ছাত্রীরাই এই লোনটি Apply করতে পারবে। 

৩. লোনের টাকা অন্য কাজে খরচ করা যাবে না। 

৪. দশম শ্রেণীর উপরে যত ছাত্র ছাত্রী আছে সবাই আবেদন করতে পারবে। 

৫. আপনি যদি ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট , বুক , ষ্টেশনারী জিনিসপত্র কিনতে চান তাহলে এই সুবিধা পেতে পারেন। 

৬. উচ্চ শিক্ষার জন্য যেমন , ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা , বিটেক, M টেক , MBA , BBA , ITI  বা চাকরির পরীক্ষার জন্য (যেমন WBCS , SSC , PSC , UPSC ) কোনো কোচিং ইনস্টিটিউট থেকে কোচিং করতেন চান তা হলেও লোনটি Apply করা যাবে। 

৭. পশ্চিমবঙ্গের বাইরে পড়া শুনা করলেও এই লোনটি আবেদন করতে পারবেন। 

৮. পড়া শুনা শেষ হওয়ার এক বছরের মধ্যে কোনো লোন শোধ করতে হবে না।  এক বছর পর থেকে আপনাকে লোন দিতে হবে। 

Student ক্রেডিট কার্ড আবেদন পদ্ধতি 

Student ক্রেডিট কার্ড আবেদন করতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে আপনাকে পশ্চিম বঙ্গের অফিয়াল ওয়েবসাইট এ যেতে হবে www.wbscc.wb.gov.in

প্রয়োজনীয় ডকুমেন্টস 

Student Credit Card করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে তা নিচে দেওয়া হল। 

১. আবেদন কারীর রঙ্গিন পাসপোর্ট সাইজ ফটো। 

২. সহ আবেদন কারীর রঙ্গিন পাসপোর্ট সাইজ ফটো। 

৩. ছাত্র বা ছাত্রীর সই। 

৪. সহ আবেদন কারীর সই।  

৫. আবেদন কারীর আঁধার কার্ড।  

৬.সহ আবেদন কারীর আঁধার কার্ড।  

৭. আবেদন কারীর প্যান কার্ড। প্যান কার্ড না থাকলে ফর্ম ৬০ ভরতে হবে। 

৮. সহ আবেদন কারীর প্যান কার্ড। প্যান কার্ড না থাকলে ফর্ম ৬০ ভরতে হবে। 

৯. আঁধার কার্ড না থাকলে মাধ্যমিকের এডমিট কার্ড দিতে হবে। 

১০. আবেদন কারীর অভিভাবকের ঠিকানার প্রমান পত্র l

১১.  ভর্তির রশিদ বা কোর্স ফি। 


কিভাবে আপনার ক্রেডিট কার্ডটি Approve হবে 

১. ক্রেডিট কার্ডটি approve করতে হলে প্রথমে আপনাকে অনলাইন  Apply করতে হবে। 

২. অনলাইন Apply হয়ে গেলে স্কুল, কলেজ , ইউনিভার্সিটি  বা যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশুনা করছেন সেখানকার ইনস্টিটিউশন নোডাল অফিসার আপনার সাথে যোগাযোগ করবে ফিজিক্যাল ডকুমেন্টস জমা করার জন্য।

৩. স্কুল ডকুমেন্টস ভ্যারিফিকেশন হয়ে গেলে Higher এডুকেশন এ তারা পাঠিয়ে দিবে ডকুমেন্টস ভ্যারিফিকেশন করার জন্য।

৪. Higher Education Department ডকুমেন্টস ভ্যারিফিকেশন করার পর তারা Bank এ পাঠিয়ে দিবে। 

৫. ব্যাঙ্ক ভ্যারিফিকেশন হয়ে যাওয়ার পর আপনার ক্রেডিট কার্ডটি Approved হবে। 

৬. শেষে আপনি ক্রেডিট কার্ড লোন এর জন্য Eligible হবেন।



আরও জানুন 

ইমেইল আইডি না থাকলে কিভাবে ইমেইল আইডি বানাবেন I

Students ক্রেডিট কার্ড কি  ? কিভাবে Apply করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে ? 

গ্যাস সিলিন্ডারে গ্যাস আছে কি নাই কি করে বুঝবেন I

10th জেনারেশন ল্যাপটপ মাত্র 34,990 টাকায় II আমাজন প্রাইম ডে সেল II









CBCS Semester ii / iv / vi Admit card Under Cooch Behar Panchanan Barma University

  Download Semester ii admit card Click Here

  Download Semester iv admit card Click Here

  Download Semester vi admit card Click Here





আরও জানুন 

ইমেইল আইডি না থাকলে কিভাবে ইমেইল আইডি বানাবেন I

Students ক্রেডিট কার্ড কি  ? কিভাবে Apply করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে ? 

গ্যাস সিলিন্ডারে গ্যাস আছে কি নাই কি করে বুঝবেন I

10th জেনারেশন ল্যাপটপ মাত্র 34,990 টাকায় II আমাজন প্রাইম ডে সেল II



মাধ্যমিক রেজাল্ট ২০২১।I কিভাবে মাধ্যমিক রেজাল্ট বের করবেন ? Madhyamik Result 2021. How to find out the Madhyamik result in WBBSE ?

  কিভাবে মাধ্যমিকের রেজাল্ট বের করতে পারবেন , জানুন 👇

1. রেজাল্ট বের করতে হলে সবার প্রথমে আপনাকে www.wbresults.nic.in  সাইটে যেতে হবে I

👇

2. WBBSE ক্লাস ১০ রেজাল্ট এ ক্লিক করতে হবে I

👇

3. রেজিস্ট্রেশন নম্বর  OR রোল নম্বর  এবং জন্ম তারিখ লিখতে হবে I

👇

4. এবং "SUBMIT" OR "Find Results" এ ক্লিক করতে হবে I

এছাড়া এই লিংক এ ক্লিক করুন সরাসরি রেজাল্ট জানতে পারবেন  👉 Click here


CBCS Semester ii / iv / vi Admit card Under North Bengal University Click here